অর্থনীতি

অভাব দূর করতে পেরেছি : মুহিত

‘এখন অভাবে মানুষের মৃত্যু হওয়ার মতো দুরাবস্থায় দেশ নেই। তবে জনগণকে সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারিনি, এটা ঠিক। ১০ বছর ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আমরা এই দেশ থেকে অভাব দূর করতে পেরেছি। এটা আমাদের সরকারের কৃতিত্ব ও অগ্রগতির ফলাফল।’

Advertisement

বলছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার ঢাকায় ‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ ট্রেড ক্যাটালগ’।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড ক্যাটালগের এডিটর সুলতানা-এ চিশতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

Advertisement

ফুওয়াং ফুডের ম্যানেজিং ডিরেক্টর আরিফ আহমেদ চৌধুরী, বিবিএস ক্যাবলস’র ম্যানেজিং ডিরেক্টর আবু নোমান হাওলাদার, গ্রাম ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী, ইমরান গ্রুপের চেয়ারম্যান জোনাব আলী, বিএসটিআই ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এমকে বাসার, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মাহিদুর রহমান, ডেসকোর সাবেক চেয়ারম্যান শাজাহান সিদ্দীকি, বিআরবি ক্যাবলস চেয়ারম্যান মজিবর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ক্যামব্রিজ ইউকের সিনিয়র ক্যামব্রিজ প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী, ফ্যামিলি ডেনটিসট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মোস্তাক এইচ সাত্তার, একিউ লাইফ কেয়ার লিমিটেডের এমডি এমএম এহসান নিজামী তানিম এই পদক পান।

এমএ/জেডএ/জেআইএম