চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৮২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ জুলাই) দুপুরে চুনতি খান দিঘী এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ওই প্রাইভেটকারে তল্লাশি করলে তা ধরা পড়ে।
Advertisement
আটক ব্যক্তির নাম আবদুল কাদের মাতুব্বর (৬৫)। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের আবদুল খালেক মাতুব্বরের ছেলে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্লা জাগো নিউজকে জানান, লোহাগাড়া থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খান দিঘী এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় একটি গাড়ি থেকে নেমে দুইজন লোক পালিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া করে আবদুল কাদের মাতুব্বরকে গ্রেফতার করে। পরে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে গ্রেফতার ব্যক্তি। গাড়ির চালক পালিয়ে যান। পরে গাড়ি থেকে ৮২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাসানুজ্জামান মোল্লা জানান, গ্রেফতার আবদুল কাদের মাতুব্বর বলেছেন, তিনি ইয়াবা ট্যাবলেট চালানের সঙ্গে জড়িত নন। গাড়িতে কীভাবে ইয়াবা ট্যাবলেট আসল তিনি জানেন না। গাড়ির চালক ভালো বলতে পারবেন।
Advertisement
জেডএ/জেআইএম