দেশজুড়ে

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের সাজা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আট ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার রাতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম সাজা প্রদান করেছেন। শুক্রবার সকালে তাদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলা পানি উন্নয়ন বোর্ড চত্বরে আসর বসিয়ে গাঁজা সেবনের দায়ে ছয়জনকে ১৪ দিন করে, এক বাইসাইকেল চোরকে ছয় মাসের ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য একজনকে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান।ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৪ দিনের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ছয়জন হলেন, ওই উপজেলার পুটিমারী গ্রামের গোলাম রব্বানী (৪২), কেশবা গ্রামের আব্দুল লতিফ (৩৫), লিমন (২৭), লাবলু (২২), সেলিম (২৬) ও রুবেল(২৪)। ৬ মাসের সাজাপ্রাপ্ত ব্যক্তি বাইসাইকেল চোর হলেন, কেশবা গ্রামের জুয়েল (২৭) এবং অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত ব্যাক্তি পুশরত পানিয়াল পুকুল গ্রামের কছির উদ্দিন (৫০)। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  জাহেদুল ইসলাম/এমজেড/পিআর

Advertisement