দেশজুড়ে

শিশু ও নারী নির্যাতনে কেউ ছাড় পাবেন না : ইনু

শিশু নির্যাতন নিয়ে সরকারের পরিষ্কার নির্দেশনা আছে। সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে শিশু নির্যাতনের বিষয়ে প্রশাসন এবং সরকার উদ্বিগ্ন। শিশু নির্যাতন, নারী নির্যাতন সংক্রান্ত ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বেগম হালিমা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃদুগ্ধ সপ্তাহ দিবসের আলোচনা সভায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, প্রশাসন এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়েছে। শিশু নির্যাতন বিষয়ে ইতোমধ্যে ২৪ ঘণ্টা ৪৮ ঘণ্টা ও ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা হয়েছে।    তিনি বলেন, বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বেড়েছে এ কথাটা ঠিক না। মাঝে মধ্যে সমাজের এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে কোনো-দেন-দরবার বা তদবিরের অপেক্ষায় না থেকে স্ব-প্রবৃত্ত হয়ে শিশু নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং শিশু নির্যাতন নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই বলে তিনি উল্লেখ করেন।বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, সংবিধানের নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন হচ্ছে। এ ব্যাপারে হঠাৎ করে মাঝখানে নির্বাচন করার কোনো তাগিদ নেই, রাজনৈতিক প্রয়োজনও নেই। বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে পরাজিত হয়ে মানুষ পোড়ানোর দায় থেকে রেহাই পেতে নির্বাচনটাকে একটা কৌশল হিসেবে মাঠে ছুড়ে দিয়েছেন। আসলে নির্বাচন করার উনার উদ্দেশ্যে নয়। অতীতে নির্বাচন নিয়ে তার কাছে প্রস্তাব চাওয়া হয়েছে কিন্তু প্রস্তাব দিতে পারেননি। তিনি বলেন, বিচারবিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রস্তাব ছিল যেটা এই মুহূর্তে বাংলাদেশে আর সম্ভব না। বরং বিশেষ ট্রাইবুন্যালে মানুষ পোড়ানোর যে মামলা চালু করতে যাচ্ছে সরকার সে মামলার যে কোনো সময় রায় হবে। সে মামলাগুলো থেকে বাঁচতে সরকারের দৃষ্টি সরিয়ে নিতে নির্বাচনের বুলি আওড়াচ্ছেন খালেদা।  এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। আল-মামুন সাগর/এমজেড/পিআর

Advertisement