রঙিন খাবারের প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। রঙিন স্যান্ডউইচ তেমনই একটি খাবার। এটি খুব সহজেই তৈরি করা যায়। রইলো রেসিপি-
Advertisement
আরও পড়ুন: ঝাল ঝাল মরিচের বড়া
উপকরণ: ব্রেড স্লাইস, টমেটো সস, মেয়োনিজ, ধনেপাতা চাটনি, টমেটো ও গাজর কুচি, বেসন, হলুদ গুঁড়া, রসুন বাটা, লবণ।
প্রণালি: এক টুকরো ব্রেডে টমেটো সস লাগিয়ে নিয়ে এতে টমেটো কুচি রাখুন। ব্রেডটির উপর আরেক টুকরো ব্রেড রেখে এতে মেয়োনিজ লাগিয়ে গাজর কুচি দিয়ে দিন। এবার এর উপর তৃতীয় টুকরো ব্রেড বসিয়ে এতে ধনেপাতা চাটনি লাগান।
Advertisement
মাঝারি পাত্রে ২ কাপ বেসন নিন। এতে লবণ, হলুদ গুঁড়া ও রসুন বাটা দিন। পরিমাণমতো পানি দিয়ে বেসন গুলে নিন। খেয়াল রাখবেন পেস্ট যেন খুব বেশি তরল না হয়।
আরও পড়ুন: চিকেন পাস্তা তৈরির রেসিপি
তৈরি করা ব্রেড বেসনের পেস্টে ডুবিয়ে নিন। খেয়াল রাখুন চারপাশে যেন বেসন লেগে যায়। এবার ডুবো তেলে ভেজে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিন। রঙিন স্যান্ডউইচ তৈরি। এবার পরিবেশনের পালা।
এইচএন/জেআইএম
Advertisement