দেশজুড়ে

সিরাজগঞ্জ মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ শুরু

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চারটি এলাকায় রোড ডিভাইডার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ শুক্রবার সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার হোসাইন লিমিটেডের নির্বাহী পরিচালক জহুরুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ জাগো নিউজকে জানান, সম্প্রতি এ মহাসড়কে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। এ অবস্থায় ২১ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিনে পরিদর্শনকালে দুর্ঘটনারোধে আগামী কোরবানি ঈদের আগেই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে রোড ডিভাইডার নির্মাণের প্রতিশ্রুতি দেন। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা সয়দাবাদ, মূলিবাড়ি, কোনাবাড়ি ও নলকায় ১০ কোটি টাকা ব্যয়ে চারটি রোড ডিভাইডার নির্মাণ কাজ শুরু করা হলো।বাদল ভৌমিক/এমজেড/পিআর

Advertisement