বিনোদন

একটি স্বর্ণঘটিত দুর্ঘটনায় তারা তিন জন

ঈদুল আযহাকে সামনে রেখে নির্মিত হচ্ছে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদ আয়োজনে বিশেষ চমক হিসেবে প্রচার হবে নাটকগুলো। ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ এমনই একটি একক নাটক। দীপ্ত টিভির পাঁচ দিনব্যাপী ঈদুল আজহার আয়োজনে প্রচার হবে একঘণ্টার বিশেষ এই নাটকটি।

Advertisement

শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে এটির চিত্রনাট্য তৈরি করেছেন যৌথভাবে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ। নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ। নাটকটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম, ঈশানা প্রমুখ।

নাটকটিতে দেখা যাবে, আসিফ-নিশার সুখের সংসার। সেই সুখ আরও বেড়ে যায়, যখন আসিফ নিয়মিত সোনার গহনা উপহার দেন স্ত্রীকে। একদিন নিশার মা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেই রাতেই চুরি হয়ে যায় সব গহনা। এই চুরির তদন্ত করতে বাসায় আসেন প্রাইভেট ডিটেকটিভ টাবলু। তার তদন্তে বেরিয়ে আসে এক ভয়ংকর খবর। এভাবেই এগিয়ে যায় গল্পটি।

অভিনেতা সাজু খাদেম জানান, গল্পের শেষে থাকবে অন্যরকম একটি চমক। সেটা এখনই বলা যাবে না। দেখতে হবে নাটকে।

Advertisement

এমএবি/এলএ/এমএস