ভোটে দায়িত্বরত পোলিং এজেন্টদের ১৭ নির্দেশনা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
Advertisement
রোববার সকালে এ নির্দেশনা চূড়ান্ত করেছে বিএনপি। বিকেলের মধ্যেই এ নির্দেশনা পৌঁছে দেয়ার কথা এজেন্টদের হাতে হাতে।
‘আপনার দায়িত্ব ও শপথ’ শিরোনামের ওই নির্দেশনায় এজেন্টদের ‘ইমান ও আখলাক’ এবং ‘দলের আদর্শের প্রতি’ শতভাগ অনুগত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই (রোববার) প্রত্যেক ওয়ার্ডে পোলিং এজেন্টদের হাতে হাতে এই নির্দেশনা পৌঁছে দেয়া হবে। নির্বাচন শেষে এজেন্টদের মুল্যায়নের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
Advertisement
১৭ দফার ওই নির্দেশনায় বলা হয়েছে, আপনি পানি, শুকনা খাবার, পেন নিয়ে সকাল ৭টায় প্রস্তুত থাকবেন। আপনার ফরম প্রিসাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষর করে আপনার পোলিং এজেন্ট হওয়ার বৈধতা নিশ্চিত করতে হবে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস