বিনোদন

মোদীর পথে সালমান, হৃতিক ও প্রিয়াঙ্কা

ক্লিন ইন্ডিয়া বা `পরিস্কার ভারত কর্মসূচী`র আওতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন বলিউডের তারকারা। এ তালিকায় রয়েছেন সালমান খান, কোমর বেঁধে নেমে গেছেন প্রিয়াঙ্কা চোপড়াও।২ অক্টোবর মহাত্মা গান্ধির ১৫০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিন ইন্ডিয়া’ কর্মসূচীর উদ্বোধন করেন মোদি, যার উদ্দেশ্য একটাই—সবার প্রচেষ্টায় ভারতের প্রতিটি রাস্তা যেন হয় পরিষ্কার। এই বিশেষ কর্মসূচীতে মোদি মনোনীত করেছেন বিভিন্ন ক্ষেত্রের মোট নয়জন তারকাকে।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এরই মধ্যে মোদির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সালমান খান, হৃত্বিক রোশনের মত অভিনেতারা।সালমানের টুইট ছিল, "আমি এবং আমার ফাউন্ডেশন ‘বিয়িং হিউম্যান’ সম্মানিত প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গ্রহণ করছি। আমাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব আমরা করবো।"২রা অক্টোবর ২০১৯ সালের মধ্যে পুরো ভারতকে পরিস্কার করে তোলার এই কর্মসূচীতে যোগ দিয়েছেন ‘ব্যাং ব্যাং’ তারকা হৃতিকও। সুভাষ ঘাইয়ের ফিল্ম স্কুল ‘হুইসলিং উডস’-এর শিক্ষার্থীদের সঙ্গে মিলে তাদের ক্যাম্পাসে একটি গাছ লাগান হৃতিক।বৃক্ষরোপণের একটি ছবিসহ তিনি টুইট করেন, ‘আমি #ক্লিনইন্ডিয়া কর্মসূচীর সঙ্গে নিজের একাত্মতা ঘোষণা করছি। যুবসমাজের অংশগ্রহণ আমাদের ভারতকে আরও পরিচ্ছন্ন করে তুলবে।"তাদের চেয়েও এক ধাপ এগিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। হাতে ঝাড়ু নিয়ে নর্দমার আবর্জনা পরিস্কারে নেমে যান তিনি। টুইটারের মাধ্যমে সবাইকে এই কাজে যোগ দেওয়ার জন্য উৎসাহও জানান ‘মেরি কম’ খ্যাত অভিনেত্রী।তিনি টুইট করেন, "যদি আমরা নিজেরা এই কর্মসূচীতে অংশ না নেই, তবে কোনো কাজ এগুবে না। কিন্তু আমরা একসঙ্গে মিলে অনেক কিছুই বদলাতে পারি।"এছাড়াও পিসি লেখেন, "আমাদের একটি পদক্ষেপ অনেক পরিবর্তন আনতে পারে। আমি চাই এই পরিবর্তনে অংশ নিতে, আমি চাই একটি পরিচ্ছন্ন ভারত। এবার আপনার অংশ নেওয়ার পালা।"ওদিকে মোদির চ্যালেঞ্জ না পেলেও এই কর্মসূচীতে অংশ নেওয়ার দাবি করেছেন প্রিতি জিনটা।সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় রাস্তার ময়লা পরিস্কার করছেন ‘কাল হো না হো’ জুটি। প্রিতি জানান, ছবিটি ২০০৫ সালে তোলা।তিনি লেখেন, "অনেকেই আমাকে বলছেন, আমি কেন #ক্লিনইন্ডিয়া কর্মসূচীতে যোগ দিচ্ছি না। তাদের বলছি, আমি আসলে আরও আগে থেকেই এই কাজে অংশ নিয়ে বসে আছি। আশা করি এই ছবিটি দেখেই সবাই বুঝতে পারবেন।"মুম্বাই সিনেপাড়ার তারকারা ছাড়াও এই কর্মসূচীতে মনোনীত করা হয়েছে সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে। এছাড়াও আছেন শিল্পপতি অনিল আম্বানি, গোয়ার গভর্নর মৃদুলা সিনহা, কংগ্রেসের সাংসদ ও লেখক শাশি থারুর, ইয়োগা গুরু বাবা রামদেভ, অভিনেতা কামাল হাসান এবং টিভি সিরিয়াল ‘তারাক মেহতা কা উল্টা চাশমা’র সব কলাকুশলী।

Advertisement