পেঁয়াজের ঝাঁঝ যেন কমতেই চাইছে না।বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম।গত সপ্তাহে ৪৮ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ (শুক্রবার) বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া টমেটো ও বেগুনের দামও বেড়েছে চলতি সপ্তহে।তবে কেজিতে তিন টাকা কমেছে আলুর দাম।রাজধানীর কয়েকটি বাজার ঘুরে একরকম চিত্র দেখা গেছে। শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে বাজারভেদে ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া টমেটোর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এদিকে, গত সপ্তাহে বেগুন ৬০ টাকা দরে বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মশুরের ডাল সপ্তাহের ব্যবধানে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে বেশ কয়েকটি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। করলা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও কমেছে আলুর দাম। আলু গত সপ্তাহে ২৮ টাকা বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ২৫টাকায়। অপরদিকে, গরুর মাংশের দাম অপরিবর্তিত রয়েছে। বাজার ঘুরে দেখা গেছে পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই গরুর মাংশ বিক্রি হচ্ছে ৪০০ টাকায় আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০ টাকা। রাজধানীর পলাশি বাজারের কাঁচামাল বিক্রেতা মিজানুর রহমান জানান, এ সপ্তাহে কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। আবার কয়েকটি অপরিবর্তিত রয়েছে। এমএম/এএইচ/এমএস
Advertisement