জাতীয়

৫০ শতাংশ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

 

পবিত্র হজ পালনে চলতি বছর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার মোট হজযাত্রীর মধ্যে ইতোমধ্যেই ৫০ শতাংশ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ বছর পবিত্র হজ পালন করতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন সৌদি যাবেন। গত ১৫ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ করে যাত্রী পরিবহন করছেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

Advertisement

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জেদ্দা বিমান বিমানবন্দরে কর্তব্যরত একজন কর্মকর্তা শনিবার রাত ১১টায় জাগো নিউজের এ প্রতিবেদককে জানান, ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬ টিতেও সৌদি এয়ারলাইন্সের ৯২টিসহ মোট ১৭৮টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৬০৪ জন সৌদি আরব পৌঁছেছেন।

মোট হজযাত্রীর মধ্যে বিমান ৩২ হাজার ২৫৪ জন সৌদি এয়ারলাইন্স ৩১ হাজার ৩৫০ জন যাত্রী পরিবহন করে। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৩৫৪ জন রয়েছেন।

এমইউ/এমআরএম

Advertisement