ওয়ানডে সিরিজ আজই শেষ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Advertisement
দলটা কেমন হবে, মোটামুটি জানাই ছিল। টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিতে সৌম্য সরকার, আরিফুল হকরা কদিনই আগেই দেশ ছেড়েছেন। তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই তৃতীয় ওয়ানডের ভেন্যু বেসেতেরেতে। পরের দুই টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্রের লডারহিলে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক।
Advertisement
এমএমআর/জেআইএম