খেলাধুলা

২০০ মিটারে সেরা জহির-সোহাগী

সামার অ্যাথলেটিকসের ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বিকেএসপির জহির রায়হান ও মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার। শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে ছেলেদের বিভাগে জহির রায়হান ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। মেয়েদের বিভাগের স্বর্ণ জিততে সোহাগী সময় নিয়েছেন ২৫.১০ সেকেন্ড।

Advertisement

ছেলেদের ২০০ মিটার জহির রায়হান এই প্রথম স্বর্ণ জিতলেন। এ নিয়ে তৃতীয়বার স্বর্ণ জিতলেন সোহাগী। ছেলেদের বিভাগে রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২২.২০ সেকেন্ড। ২২.৩০ সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর আবদুর রউফ।

মেয়েদের ২০০ মিটারে রৌপ্য জিতেছেন একদিন আগে সপ্তমবারের মতো দেশের দ্রুততম মানবী হওয়া নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন ২৫.২০ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন। তার সময় ২৫.৪০ সেকেন্ড।

সামার অ্যাথলেটিকসে ব্যক্তিগতভাবে সর্বাধিক ৪ স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার। তিনি চারটি স্বর্ণ পেয়েছেন ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দৌঁড়ে।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম