খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিয়ে চলেছেন। জিজ্ঞাসাবাদে কোনো সময় বলছেন, রাকিবকে নির্যাতনের খবর পেয়ে তিনি গ্যারেজে গিয়েছিলেন আবার বলছেন তিনি সেখানে ছিলেন না। তবে তার দেয়া এ তথ্য যাচাই করা হচ্ছে বলে মনিটরিং কমিটি সূত্র জানিয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনের রিমান্ডে বিউটি বেগম এসব তথ্য দিয়েছেন।শিশু রাকিব হত্যাকাণ্ডের পর গঠিত মনিটরিং কমিটি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শিশু রাকিবকে পৈশাচিক নির্যাতন করে হত্যাকাণ্ডের পর গ্রেফতার হন গ্যারেজ মালিক শরীফের মা বিউটি বেগম। গত বৃহস্পতিবার থেকে তার তিনদিনের রিমান্ড শুরু হয়। রিমান্ডের প্রথম দিনে বিউটি বেগম কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি। তবে দ্বিতীয় দিনে তিনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কোনো সময় তিনি বলছেন, গ্যারেজের সাবেক কাজের ছেলে রাকিবকে ধরে তার মলদ্বারে হাওয়া দেয়ার পর সে অজ্ঞান হওয়ার খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। গ্যারেজে পৌঁছে তিনি রাকিবকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। আবার বলছেন, তিনি হাসপাতালে গিয়ে রাকিবকে দেখতে পান। তবে আরো কয়েকটি বিষয়ে তিনি তথ্য দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।এ ব্যাপারে মনিটরিং কমিটির একজন সদস্য জানান, রিমান্ডের তিনদিনের মধ্যই বিউটি বেগমের কাছ থেকে তথ্য আদায় করা সম্ভব হবে।এলাকাবাসী জানান, মায়ের আশকারা পেয়েই শরীফ বখে যান। তার বাবা সোহরাবের সঙ্গে ছেলেকে নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বাবা শরীফকে কিছু বললেই মা সেখানে ছেলের পক্ষ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন।ঘটনার দিন শরীফের গ্যারেজের পাশের চায়ের দোকানদার বাবুর বড়ভাই মিন্টুর সহযোগিতায় রাকিবকে নির্যাতন করেন শরীফ। তারা দুজনে রাকিবকে চেপে ধরে মলদ্বারে হাওয়া দেন।আলমগীর হান্নান/এমজেড/এমএস
Advertisement