জাতীয়

শাহজালালে দেড় কোটি টাকার সোনা উদ্ধার

হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে ইউনাইটেড এয়ার লাইন্সের একটি বিমান থেকে তিন কেজি দুই শ’ গ্রাম সোনা ও পাঁচ হাজার রিয়াল উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় কাউকে আটক করা যায় নি। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ১০ তোলা ওজনের ২৮ টি সোনার বার এবং পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন জানান, ফ্লাইট থেকে যাত্রী নামা শেষে তল্লাশি শুরু করা হয়। উড়োজাহাজটি একটি আসনের নিচে আধুনিক কৌশলে সোনা আর রিয়্যাল লুকিয়ে রাখা ছিল। প্রাপ্ত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, জেদ্দা থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সোনা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়।

Advertisement