ভারতের কর্ণাটকের শিমোগা জেলার পরিত্যক্ত একটি কূপে হাজারের বেশি ক্ষেপণাস্ত্রের সন্ধান পেয়েছেন খননকারীরা। যুদ্ধের সময় ব্যবহারের জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান মজুদ করে রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
Advertisement
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়ের পর ১৭৯৯ সালে এক যুদ্ধে নিহত হন টিপু সুলতান।
নেপোলিয়নের সময়ে বিভিন্ন যুদ্ধে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, বলা হয়ে থাকে টিপু সুলতানও ওই একই ধরনের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছিলেন।
প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি পরিচালক এএফপিকে জানিয়েছেন, যেখান থেকে এ ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেখানকার মাটি দিয়ে বারুদের গন্ধ বের হচ্ছিল। মূলত ওই গন্ধের সূত্র ধরেই এসব ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া যায়।
Advertisement
১৫ সদস্যের একটি দল তিন দিন খনন কাজ চালানোর পর ক্ষেপণাস্ত্রগুলোর খোঁজ পাওয়া যায়। এগুলো প্রদর্শনের জন্য শিমোগার একটি জাদুঘরে রাখো হবে।
সূত্র : এএফপি।
এনএফ/এমএস
Advertisement