খেলাধুলা

‘এখনো আমাদের সুযোগ আছে’

গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফলে হাতছাড়া হয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার সুযোগ। তবু সিরিজের শেষ ম্যাচে টাইগারদের সামনে রয়েছে সিরিজের ট্রফি জিতে নেয়ার সুযোগ। সেন্ট কিটসের ব্যাটিং উইকেটে সেই সুযোগটা নিতে চান দলের তরুণতম সদস্য মেহেদি হাসান মিরাজ।

Advertisement

প্রথম দুই ওয়ানডের ভেন্যু তথা গায়ানার উইকেট অনেকটাই ছিল বাংলাদেশের মতো। যার ফলে দুই ম্যাচেই বাংলাদেশ খেলেছে আধিপত্য বিস্তার করে। কিন্তু সেন্ট কিটসে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ভিন্ন পরীক্ষা। ফ্ল্যাট উইকেটে রান হবে অনেক, বোলারদের দিতে হবে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উৎরাতে নিজেদের স্বাভাবিক খেলা খেললেই হবে মনে করেন মিরাজ।

ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মিরাজ বলেন, ‘আসলে উইকেটটা দেখেছি। মনে হলো আমরা যদি আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারি তাহলে আমরা ভালো কিছু করবো। আর যেহেতু আমরা এখানে এসেছি বিশেষ করে আমি এখানে প্রথমবার এসেছি। বাকিরা আগেও খেলেছে এখানে। আশা করি যে সবমিলিয়ে ভালোই হবে।’

এসময় মিরাজ কথা বলেন দ্বিতীয় ওয়ানডেতে হারানো সুযোগটা নিয়েও। তবে সে ব্যাপারে কথা বলার আগে তিনি জানিয়ে দেন এখনই সব শেষ হয়ে যায়নি। সেন্ট কিটসে জিততে পারলে সিরিজ বাংলাদেশেরই থাকবে এবং তারা এটি করতে পারবে বলেই বিশ্বাস করেন মিরাজ।

Advertisement

‘অবশ্যই আমাদের সহজ সুযোগ ছিল। তবে আমি বলবো যে এখনো আমরা সিরিজ থেকে ছিটকে যাইনি, এখনো আমাদের সুযোগ আছে। শেষ ম্যাচটা বাকি আছে। যদি আমরা ম্যাচটা জিততে পারি তাহলে সিরিজটা জিতবো আমরা।’

‘তবু আমি বলবো দ্বিতীয় ম্যাচে আমরাই ভুল করেছি, আমাদের নিজেদেরই ব্যর্থতা ছিল। এরপর আমরা নিজেরা কথা বলেছি, আলোচনা হয়েছে। পরেরবার অবশ্যই চেষ্টা থাকবে এরকম পরিস্থিতি আসলে ম্যাচ জিতে নেয়ার।’

এসএএস/এমএস

Advertisement