অর্থ পাচারের মামলায় সম্পৃক্ততার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার বোন ফারিয়াল তালপুরকে তলব করেছে পাকিস্তানের তদন্তকারী সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। গোয়েন্দা সংস্থা এফআইএর বাণিজ্যবিষয়ক শাখা থেকে তাদের তলব করা হয়েছে বলে এফআইএর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানভিত্তিক জিও টিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
Advertisement
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুর দিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থবিষয়ক পর্যবেক্ষক ইউনিট দশটি ব্যাংকের হিসাব নম্বরে সন্দেহভাজন লেনদেন বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে এফআইএ এ তদন্ত শুরু করে।
গোয়েন্দা সংস্থা এফআইএ বলছে, একটি বেসরকারি ব্যাংকে কমপক্ষে ২০টির মতো বেনামি হিসাব নম্বরে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এর সবই কালো টাকা। ঘুষ ও কমিশন হিসেবে এ টাকা নেয়া হয়েছে।
গেল সপ্তাহে অর্থ পাচারের মামলায় জারদারি ও ফারিয়ালকে আত্মগোপনকারী হিসেবে ঘোষণা করে এফআইএ।
Advertisement
এদিকে ৩৫ বিলিয়ন (৩ হাজার ৫০০ কোটি) সমপরিমাণ অর্থ কেলেঙ্কারির বিষয়ে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানকে আমলে সুয়ো মুটো রুল জারি করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসারের নেতৃত্বে দুই সদস্যের একটি বেঞ্চ। এসআর/এমএস