জাতীয়

নদ-নদীর পানি বৃদ্ধি ও ভূমিধসের আশঙ্কা

দেশের ৪১টি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। কারণ আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ জন্য পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদফতর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র এ তথ্য জানিয়েছে।

Advertisement

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র জানায়, ব্রক্ষ্মপুত্র, যমুনা, পদ্মা নদ-নদীগুলো পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকবে। গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে আজ (শুক্রবার) দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

Advertisement

জেডএ/পিআর