জাতীয়

সুজার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Advertisement

শুক্রবার (২৭ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশবাসী তথা খুলনার জনগণ এক ঘনিষ্ঠ নেতাকে হারাল। তিনি এলাকার উন্নয়ন এবং দেশের গণতন্ত্র বিকাশে ব্যাপক অবদান রেখে গেছেন।

রাষ্ট্রপতি বলেন, তার ইন্তেকালে দেশের রাজনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো।

Advertisement

এস এম মোস্তফা রশিদী সুজা খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এফএইচএস/এএইচ/পিআর