জাতীয়

সুজার ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

শুক্রবার (২৭ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা আজীবন জনগণের জন্য কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি খুলনার উন্নয়নে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক হুইপ সুজা বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।

Advertisement

এফএইচএস/এএইচ/পিআর