অর্থনীতি

বাংলাদেশ-চেক রিপাবলিক দ্বৈত কর পরিহারে চুক্তি

দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণে অধিকতর অনুকূল পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ ও চেক রিপাবলিকের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দু’দেশের মধ্যে সম্মত কার্যবিবরণী স্বাক্ষর হয়। এর আগে দু’দেশের মধ্যে দুই দফা আলোচনার মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তির খসড়া স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আন্তর্জাতিক চুক্তি ও কর) কালিপদ হালদার গ্রেড-১) এবং চেক রিপাবলিকের পক্ষে সেদেশের রাজস্ব প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ভ্যাস্লাভ জিকা নেতৃত্ব দেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষরের ফলে চেক রিপাবলিকের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও চেক রিপাবলিকে বিনিয়োগ করতে উৎসাহী হবেন।

একই আয়ের ওপর দুই দেশে কর পরিহার করাই এই চুক্তির লক্ষ্য। চুক্তি সইয়ের পর বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশে আর কর দিতে হবে না।

এমএ/বিএ

Advertisement