খেলাধুলা

রোনালদোর দুই বছরের জেল, সঙ্গে জরিমানা

সদ্যই নতুন ক্লাব জুভেন্টাসে পারি জমিয়েছেন, এমন সময় খারাপ সংবাদ শুনতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্পেনে কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই বছরের জেল হয়েছে পর্তুগিজ যুবরাজের, সঙ্গে প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৭ কোটি টাকা!

Advertisement

৩৩ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে মোট চারটি কর জালিয়াতির মামলা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিনি প্রায় ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। যার জন্য এত বড় শাস্তি।

তবে রোনালদো ভক্তদের জন্য সুখবর হলো, এই মামলায় জেলে যেতে হচ্ছে না সাবেক রিয়াল তারকাকে। শুধু সুদসহ করের পুরোটা দিয়ে দিলেই হবে। তারপর এই মামলার মীমাংসার বিষয়ে অনুমোদন দেবে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।

এর আগে, গত বছর স্প্যানিশ কর্তৃপক্ষের তদন্তে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রোনালদো। বলেছিলেন, অনৈতিক কিছু তিনি করেননি।

Advertisement

এমএমআর/জেআইএম