জাতীয়

ঢাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০১ পিস ইয়াবা ও ৩৯০ গ্রাম গাজাসহ ৩৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Advertisement

র‌্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে তাদের আটক করে।

আটককরা হলেন- সাগর (২০), রাসেল (২২), জুয়েল (২৫), আতিকুর রহমান ওরফে লালচু (৩২), আরিফ (২৩), আমিনুল ইসলাম ওরফে মানিক (৩৭), আব্দুর রহমান (২৬), বিপ্লব খলিফা (৪০), হৃদয় হোসেন ওরফে বাবু (২২), রানা (২১), জোহরা খাতুন (৩০), রিয়াজ উদ্দিন ওরফে মিন্টু (৩৬), রুবেল থাপা (৩০), রিজওয়ান আল রহমান (৩০), আব্দুল হান্নান সুমন (২৭), ইমাম হোসেন ওরফে এমাম (২৫), লিয়াকত (২২), রাকিব (২১), শাহিন (২২), রিয়াজ (২০), মাসুদ (৪৫), পালন (৩৮), মেহেদী হাসান (২০), আরিফুল ইসলাম ওরফে রাকিব (২১), রাশেদ হোসেন জীবন (২৬), ওবায়দুর (২৪), সজল মিয়া (২৭), আলামিন (২৬), শফিক (২০), আবুল কাশেম (৫০), ইব্রাহীম (৪০), অলিউল্লাহ (২৮), ফয়সাল হাওলাদার (২৪), নূর হোসেন (২৫) , রানা শেখ (২০)।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় পৃথক স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। কৌশলে নিষিদ্ধ ইয়াবা ও গাজা ক্রয়-বিক্রয়কালে ৩৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Advertisement

র‌্যাব বলছে, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন বাড়তি আয়ের লোভে নিজেদের মাদক ব্যবসায় জড়িয়েছেন তারা। দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে তারা রাজধানীর বিভিন্ন স্থানে পরিচিত ক্রেতার কাছ থেকে কয়েক ঘণ্টা আগে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে ইয়াবা ও গাঁজা চড়া দামে বিক্রি ও সরবরাহ করত। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/জেডএ/জেআইএম