লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর স্মৃতিনাথ সীমা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মানিক ওরফে মানিক্যা চোরা (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ গ্রামের মোহিতখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুরের ডগরপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে।এলাকাবাসীরা জানায়, মানিক বাহিনীর প্রধান মো. মানিক চোরাসহ আরো ৪/৫ জন রাতে দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের রাশেদের বাড়িতে চাঁদাবাজি করতে যায়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাকে আটক করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।অতিরক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জাগো নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।উল্লেখ্য, ২০১২ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে ডাকাতি শেষে স্মৃতিনাথ সীমাকে মানিকসহ আরো কয়েজন ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আদালত ১০ জনের ফাঁসির রায় দেন। মানিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন।মিজানুর রহমান/এআরএ/বিএ
Advertisement