কলকাতা শহরে প্রথমবারের মতো চালু হয়েছে ভাসমান বাজার। এবার শহরবাসীর জন্য চালু হচ্ছে নৈশ বাজার। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
Advertisement
পৌরসভার সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক সংবাদে বলা হয়েছে, অনেকেই কাজের জন্য দিনের বেলায় বাজারে যেতে পারেন না। তাদের তরফ থেকে অরেক দিন ধরেই নৈশ বাজার খোলার আবেদন আসছিল। তার ভিত্তিতেই কালিকাপুর এলাকায় এ বাজার চালু করা হচ্ছে।
নতুন এ বাজার বসবে রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী মাস (আগস্ট) থেকেই চালু হতে পারে এ নৈশ বাজার।
বিধানসভায় এক বিধায়ক জানান, বাজার প্রস্তুতির প্রাথমিক কাজ এগিয়েছে। অনুমতির জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। অনুমিত পেলেই জনগণের জন্য এ বাজার খুলে দেয়া হবে।
Advertisement
উল্লেখ্য, থাইল্যান্ডের ভাসমান বাজারের অনুকরণে কলকাতাতে এ বছরই চালু করেছে প্রথম ভাসমান বাজার। দক্ষিণ কলকাতার পাটুলিতে গড়ে তোলা হয়েছে এ বাজার।
আরএস/আরআইপি