ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অস্ট্রেলিয়ার বিগব্যাশ কিংবা ক্যারিবিয়ান লিগ পৃথিবীর সেরা লিগগুলোতে খেলেছে বাংলাদেশি ক্রিকেটাররা। এবার বাংলাদেশিদের বিদেশি সুপার লিগের তালিকায় যোগ হচ্ছে পাকিস্তানের নাম। খবর হলো পাকিস্তানের সুপার লিগে খেলতে যাচ্ছেন সাকিব-তামিমরা।আসলেই সাড়া জাগানো খবর! এখনো কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাকিস্তানের কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই। তবে পাকিস্তান গণমাধ্যমের খবর, আসন্ন পাকিস্তান সুপার ক্রিকেট লিগের প্রথম আসরে অংশ নেবেন দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল!আগামী বছরের ফেব্রুয়ারিতে আইপিএল, বিপিএল, এসএলপিএল কিংবা সিপিএলের আদলে পিসিএল আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান, যার পূর্ণ রূপ পাকিস্তান সুপার লিগ। তবে পাকিস্তানের কোনো ভেন্যুতে নয়। খেলা হবে পার্শ্ববর্তী দেশ ও ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারে। অনেকটা নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত য়ো হয়েছে।পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুসারে, ওই টুর্নামেন্টে যে কয়জন ক্রিকেটার খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন তাদের তালিকায় নাম আছে সাকিব আল হাসান ও তামিম ইকবালেরও। পাকিস্তানের ক্রিকেট সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেটডটকম ও নিউজ ট্রাইব বেশ নিশ্চয়তার সঙ্গেই এমন খবর প্রচার করেছে।প্রতি বছর বাংলাদেশের ঘরোয়া লিগে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অংশ নেন। দুই দেশের ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বে সেই ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়লে সবকিছু এই চুক্তিতে রফা হয় যে, বাংলাদেশের ক্রিকেটারদেরও ক্ষেত্রবিশেষে পাকিস্তানে খেলতে দিতে হবে।সেই কারণেই হয়ত মৌখিকভাবে পিসিএলে খেলার ব্যাপারে রাজী হয়েছেন সাকিব ও তামিম। তবে সময়ই বলে দিবে, টি২০ এই ক্রিকেট লিগে বাংলাদেশি কোনো ক্রিকেটার অংশ নেবেন কি-না।বিএ
Advertisement