শান্তির স্বপক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে হিরোশিমা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও জাপানের হিরোশিমা নগরীতে আণবিক বোমা বিস্ফোরণের ৭০তম বার্ষিকীর এই দিনটি পালিত হয়।১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালীন জাপানের হিরোশিমা নগরী বিশ্বের সবচেয়ে ভয়াবহ মারণাস্ত্র আণবিক বোমা হামলায় লাখ-লাখ নারী, পুরুষ ও শিশু নিহত হয়, বহুলোক পঙ্গুত্ববরণ করে। এর তিনদিন পরে ৯ আগস্ট জাপনের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা হামলায় একই রকম ধ্বংসাত্মক নজীর সৃষ্টি হয়। যে আনবিক বোমার তেজস্ক্রীয়তা থেকে হিরোশিমা ও নাগাসাকীবাসী এখনও মুক্ত হতে পারেনি।দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা, যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করে মানব সভ্যতা বিপন্নের ঝুঁকি এড়াতে বর্তমান বিশ্বে আণবিক বোমার চাইতে বহুগুণ ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করার আহ্বান জানান। মারণাস্ত্র উৎপানে ব্যয় করা অর্থ তারা মানবকল্যাণে বিশেষ করে, তৃতীয় বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করারও আহ্বান জানান।জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই আলোচনা সভার প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেন, বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদের একচ্ছত্র আধিপত্য পৃথিবীর শক্তির ভারসাম্য নষ্ট করছে। তিনি হিরোশিমায় যে ভয়াবহ হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী শান্তির সংগ্রাম আরও জোরদার করার আহ্বান।বিশ্ব শন্তি পরিষদের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন- বুয়েটের সাবেক অধ্যাপক বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ড. আলী আজগর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও পরিচালক ডা. সারওয়ার আলী, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।ড. আলী আজগর বলেন, বর্তমান বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র মওজুদ আছে তার ১০০ ভাগের এক ভাগ দিয়ে পৃথিবীকে ১০০ বার ধ্বংস করা যায়। হিরোশিমা ও নাগাসাকীর হত্যাকাণ্ডকে তিনি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, ধ্বংসাত্মক ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন।সভাপতির বক্তৃতায় মোজাফ্ফর হোসেন পল্টু দীর্ঘস্থায়ী শান্তির জন্য বর্তমান বিশ্বে চলমান পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।এছাড়া, বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর নবীন শিক্ষার্থীদের নিয়ে হিরোশিমা দিবস পালনের উদ্দেশ্যে জাদুঘর প্রাঙ্গণে ‘শান্তির স্বপক্ষে নতুন প্রজন্ম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।একে/এমআরআই
Advertisement