কে জানতো আজকের দিনটা যে স্টুয়ার্ট ব্রডের। একাই ইন ফর্মে থাকা অস্ট্রেলিয়ার মাথা ব্যথার কারণ হয়ে ওঠলেন তিনি। শুধু তাই নয় ১৫ রানে ৮ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন এই ইংলিশ বোলার।এর আগে ব্রডের ক্যারিয়ার সেরা বোলিং ছিলো ৪৪ রানে ৭ উইকেট। ২০১৩ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলের ব্রড। নটিংহ্যাম টেস্টে ব্রডের শিকার হয়েছেন ক্রিস রজার্স ০, স্টিভেন স্মিথ ৬, শন মার্শ ০, মাইকেল ক্লার্ক ১০, এডাম ভোগস ১, মিচেল জনসন ১৩, মিচেল স্টার্ক ১ ও নাথান লিঁও ৯। সফরকারীদের পতন হওয়া অন্য দুই উইকেট নিয়েছেন মার্ক উড ও স্টিফেন ফিন। আর প্রথম ইনিংসে ১৮ দশমিক ৩ বল মোকাবেলা করে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে অষ্টম সর্বনিম্ন স্কোর। এসকেডি/এমআরআই
Advertisement