মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ওরফে চুমকি বলেছেন, শিশু নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরসঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার কাজগুলো একটু ধীরগতি হওয়ায় অনেকে বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, ওই সব ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। শিশু নির্যাতন দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এককভাবে কারো পক্ষে এ কাজগুলো করা সম্ভব না, এর সঙ্গে জনগণের সম্পৃক্তা প্রয়োজন।তিনি বলেন, সাম্প্রতিককালে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছি। বিচার কার্যক্রম যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। দেশে ভালো মানুষের সংখ্যাই বেশি । গুটিকয়েক খরাপ মানুষ যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দীন আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ফজলুল করিম, টঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এস এম হুমায়ুন কবীর/এআরএ/এমআরআই
Advertisement