জাতীয়

বিনামূল্যে দাফনের দায়িত্ব নেবে ডিএসসিসি

সম্পূর্ণ বিনামূল্যে দাফন এবং শ্মশান ঘাটে শেষকৃত্যের ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

Advertisement

বুধবার (২৫ জুলাই) নগরভবনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।

মেয়র বলেন, শোকের মাস উপলক্ষে ১ আগস্ট থেকে আগামী এক বছর ডিএসসিসি এলাকার নাগরিকদের জন্য এ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো নাগরিকের এমন সেবার প্রয়োজন হয় তাহলে ডিএসসিসি থেকে দাফন, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জানাজার ইমাম, গোসলসহ সব কিছু ডিএসসিসি বিনামূল্যে করে দিবে।

এ ছাড়া ডিএসসিসি অস্থায়ীভাবে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনা করেছে। নাগরিকদের ভিতরে অনেকেই শেষ বয়সে পরিবার কর্তৃক পরিত্যাক্ত আথবা পরিবার পরিজনহীন নিঃস্ব অবস্থায় আশ্রয়স্থল খোঁজেন। বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/আরআইপি

Advertisement