জোকস

আজকের কৌতুক : নতুন বসের কথায় হাসবো

কৌতুক- এক : নতুন বসের কথায় হাসবোএকদিন অফিস ছুটির আগে বসের কৌতুক পর্ব চলছে। তার বলা জোকস শেষ হওয়ার আগেই হাসির দমকে গড়াগড়ি অবস্থা সবার। কিন্তু একজনের মুখে হাসি নেই- বস : কামাল সাহেব! আপনি হাসছেন না কেন? শরীর খারাপ নাকি?কামাল : না স্যার! পুরো সুস্থ আছি।বস : জোকস পছন্দ হয়নি?কামাল : স্যার, জোকসও আগের মতোই আছে।বস : তাহলে হাসছেন না কেন? পারিবারিক সমস্যা?কামাল : না স্যার।বস : তাহলে?কামাল : স্যার, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আজই আমার শেষ দিন! এখন থেকে নতুন বসের কথায় হাসবো।

Advertisement

> আরও পড়ুন- আজকের কৌতুক : বিয়ের আগেই চেষ্টা করুন

****

কৌতুক- দুই : আশা করি ব্যাপারটা ভুলে যাবেফোনের রিসিভার তুলে চেনা নম্বর টিপে হাঁক ছাড়ে নান্টু-নান্টু : এক কাপ কফি, তাড়াতাড়ি!অপর কণ্ঠ : অ্যাত্ত বড় সাহস! তুমি জানো আমি কে? আমি অফিসের ডিজি।নান্টু : তুমি কে তা জানার দরকার নেই আমার! আমি কে জানো?অপর কণ্ঠ : না!নান্টু : ঠিক আছে তাইলে, কফির দরকার নাই। আশা করি ব্যাপারটা ভুলে যাবে। গুডবাই!

Advertisement

> আরও পড়ুন- আজকের কৌতুক : মরা মুখ দেখার খুব শখ!

****

কৌতুক- তিন : মুরগির যতো নামএকটি মুরগির বাচ্চা লাফাতে লাফাতে এসে মাকে জিজ্ঞেস করল-বাচ্চা : মা, মানুষের জন্ম হলে তাদের বাবা-মায়েরা কত নাম রাখে। কিন্তু আমাদের নাম নেই কেন?মুরগি : আমাদেরও নাম রাখা হয় বাবা, তবে মরার পর। মরার পরে আমাদের নাম রাখা হয়। বাচ্চা : কী নাম রাখা হয়?মুরগি : চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন পাকোড়া, চিকেন পক্স, চিকেন কোরমা, চিকেন তন্দুরি ইত্যাদি! আর যে মুরগি মানুষে মারার আগে নিজে নিজে মরে যায়, তার নাম দেয় মরা মুরগি।

এসইউ/পিআর

Advertisement