জাতীয়

রাজধানীতে ৩ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি

রাজধানীতে মাত্র তিন ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Advertisement

রাজধানীতে বৃষ্টি এখনও চলছে। সোমবার (২৩ জুলাই) সারাদিনে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকালের চেয়ে মঙ্গলবার (২৪ জুলাই) বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত বজলুর রশীদ।

তিনি জানান, গত ছয় ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুন্ডুতে ১৪২ মিলিমিটার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে সোমবার ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১০ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে।

Advertisement

অনবরত বৃষ্টির কারণে রাজধানীতে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও লালবাগে জলজট ও যানজটের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় রীতিমতো নৌকায় মানুষ পারাপার চলছে বলে জানিয়েছেন। এমইউ/এএইচ/এমএস