রাজধানীতে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের অংশ হিসেবে পরিচালিত অভিযানে যাত্রাবাড়ী এলাকায় এক চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই বাস চালকের নাম মোড়ন (২৫)। বেপরোয়া গাড়ি চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া পরিচালিত এ অভিযানে যাত্রাবাড়ীর শনির আখড়া ও দনিয়া কলেজের সামনে থেকে ৩ টি ফিটনেস বিহীন বাস ও একটি পিকাব ভ্যানকে ডাম্পিং করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ ও বাহির মুখের সামনে এ ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যরা বাসটি থামানোর নির্দেশ দিলেও চালক গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশে মোটরসাইকেল যোগে বাসটির থামায়। তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করা ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে পেনাল কোডের ৩৫৬ ধারায় মোতাবেক ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যাত্রাবাড়ীর শনির আখড়া দনিয়া কলেজের সামনে থেকে ০৩ টি ফিটনেস বিহীন বাস ও একটি পিকাব ভ্যানকে ডাম্পিং করা হয় বলেও জানান তিনি। তিনি আরো জানান, ফিটনেসবিহীন যানবাহন না চালালোর জন্য মালিকদের আগে থেকেই সতর্ক করা হলেও তা আমলে নেয়া হচ্ছিল না। কর্তব্যরত সার্ডেন্ট অফিসারা মামলাও দিয়েছে। তিনি বলেন, জনমানুষের নিরাপত্তার স্বার্থেই আমরা ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এরআগে অভিযানের দ্বিতীয় দিন গত বুধবার রাজধানীর বনানী পুলিশ ফাঁড়ির সামনে ১০ টি যানবাহন জব্দ করেন চলমান ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৮টি বাস, একটি পিকআপ ভ্যান এবং একটি কাভার্ড ভ্যান। উল্লেখ্য, ‘দেশের সড়কে ফিটনেসবিহীন কোন গাড়ি চলবে না’ উল্লেখ করে গত সোমবার একটি নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একটি দৈনিক পত্রিকার প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ পালন করে বিআরটিএ চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন আদালত।জেইউ/এসএইচএস/আরআইপি
Advertisement