লাইফস্টাইল

চুল থেকে চুইংগাম ছাড়ানোর উপায়

চুলে কোনোভাবে চুইংগাম লেগে গেলে তা ওঠানো রীতিমতো যুদ্ধের সামিল। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না! তবে খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়ানোর রয়েছে উপায়।

Advertisement

আরও পড়ুন: পেট পরিষ্কার রাখতে যা খাবেন

চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না। সেটা আরও বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণপানিতে ভিজিয়ে নিন। তাতে ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এরপর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরা ঘষতে থাকুন।

লবণপানির প্রভাবে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন: কফি কি সত্যিই ক্লান্তি দূর করে?

এছাড়াও চুলের চুইংগাম আটকে থাকা অংশটি কোল্ড ড্রিংক দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।

এইচএন/জেআইএম

Advertisement