বিশ্বকাপটা ভালো যায়নি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইনের। কোনো গোল তো করতেই পারেননি উল্টো গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন কয়েকবার। তবু ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তার চাহিদা কমেনি একটুও।
Advertisement
বরং যেন চলতি দলবদলের মৌসুমে হিগুয়াইনের চাহিদা বেড়ে গিয়েছে আরো। শুরুর দিকে শুধুমাত্র ইংলিশ ক্লাব চেলসি হিগুয়াইনের জন্য আগ্রহ দেখালেও, এখন তাদের সাথে যোগ দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইতালির ঐতিহ্যবাহী দল এসি মিলান।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন তারকা হিগুয়াইন। কিংবা তাকে বেচে দেয়া হবে ক্লাবের পক্ষ থেকেই। সেই গুঞ্জন আরো শক্ত হলো তাকে ঘিরে তিন দলের কাড়াকাড়ির খবরে।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর ইতালির ক্লাব এসি মিলানের পক্ষ থেকে হিগুয়াইনের জন্য ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছে। তবে প্রস্তাবে জুভেন্টাস বা হিগুয়াইনের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। এর আগে চেলসির মালিক রোমান আব্রামোভিচ তুরিনে সরাসরিই হিগুয়াইনের ব্যাপারে কথা বলেছেন। এখনো পর্যন্ত কোন প্রস্তাব না দিলেও বায়ার্ন মিউনিখও আর্জেন্টিনার ‘নাম্বার নাইন’কে নিতে আগ্রহী বলেই খবর বেরিয়েছে।
Advertisement
এসএএস/এমএস