গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ও বিদেশ থেকে ফেরত আসতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিকেলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
Advertisement
এর আগে বিদেশ যেতে বাধা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এক রিট আবেদন করেন ইমরান এইচ সরকার।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান এইচ সরকারের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি বলেন, আদালত ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে ও বিদেশ থেকে ফেরত আসতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে তাকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন।
এদিন আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
Advertisement
উল্লেখ্য, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। ওইদিন সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।
এই প্রেক্ষিতেই আদালতের শরণাপন্ন হন ইমরান ।
এফএইচ/এসএইচএস/এমএস
Advertisement