জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশু মৃত্যুর হার হ্রাস করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে টেকসই রূপ দিতে হবে। এ জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে বাল্য বিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে।বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনএফপিএ ও বাংলাদেশ জাতীয় সংসদ এর উদ্যোগে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত Reducing Maternal Mortality and Morbidity by Eliminating Child Marriage শীর্ষক এক কনসালটেশন কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাল্য বিয়ে প্রতিরোধে ও মাতৃ মৃত্যুর হার হ্রাসেও তৃণমূল পর্যায়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার আরো বলেন, বাংলাদেশ নারী উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করছে। সেই সঙ্গে বর্তমান সরকার বাল্য বিয়েরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে বাল্যবিয়ে প্রতিরোধ ও মাতৃ মৃত্যুর হার হ্রাসে যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলায় এগিয়ে আসতে হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএএম জিয়াউল ইসলাম, পীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।এর আগে সকালে স্পিকার পীরগঞ্জ প্রেসক্লাব গ্রন্থাগারের ফলক উন্মোচন করেন। পরে বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ও উপজেলা ফলদ বৃক্ষ-২০১৫ এর উদ্বোধন করেন তিনি। রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পীরগঞ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শাহাদাদৎ হোসেন বকুল, পীরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়া, মো. তাজিমুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ। পরে বিকেলে মৎস্য অধিদফতরের পক্ষ থেকে মহিলা খামারী সমাবেশ, জেলেদের পরিচয়পত্র প্রদান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের শ্রেষ্ঠ উপকারভোগী ম্যানেজার ও সভাপতিকে পুরস্কার প্রদান, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় দরিদ্র ছাত্রীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।এসএস/আরআইপি
Advertisement