খেলাধুলা

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম

ক্রিকেটের সবচেয়ে ছোট ও জনপ্রিয় আসর টি-টোয়েন্টি ম্যাচের বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই নতুন নিয়ম ২০১৪-১৫ মৌসুমের জন্য, যা ৫ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে।টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার রেটের সময় বাড়িয়েছে আইসিসি। তাদের নতুন নিয়ম অনুযায়ী ৮০ মিনিটের পরিবর্তে প্রতিটি ইনিংসের সময় গিয়ে দাঁড়িয়েছে ৮৫ মিনিটে। এর ফলে, ৫ মিনিট অতিরিক্ত সময় পেল টি-টোয়েন্টির বোলাররা।ম্যাচের টস হওয়ার আগে প্রতিটি দলের অধিনায়ককে চারজন বদলি খেলোয়াড়ের তালিকা দিতে হবে। এ চারজনের বাইরে কেউ ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া চারজনের বাইরে দলের অন্য কোনো খেলোয়াড় মাঠে পানি বা অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না।এছাড়া, ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা প্রয়োজনে স্নিকোমিটার ব্যবহার করতে পারবে।আগামী ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে নতুন এ নিয়ম চালু হবে।

Advertisement