সবার জন্য সহজ ও বিশ্বমানের প্রযুক্তি সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। নিজ কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় বৃহস্পতিবার এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৫ বছর পর দ্বিতীয় সভায় বসে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতনরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, এবারের সভায় গুরুত্ব পেয়েছে সবার জন্য ইন্টারনেট সেবা, শিক্ষায় তথ্য-প্রযুক্তি, ডিজিটাল সরকার বাস্তবায়ন, তথ্য-প্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের মতো বিষয়গুলো।প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে সভায় ডিজিটাল বাংলাদেশ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকরে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তথ্য-প্রযুক্তির অগ্রযাত্রাকে আরো দ্রুত ও সমৃদ্ধ করতে এ সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তিনি।২০১০ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জাতীয় টাস্কফোর্সের নাম পরিবর্তন করে `ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স` রাখা হয়। এর প্রথম বৈঠক হয় ২০১০ সালের আগস্টে।এসএ/আরএস/আরআইপি
Advertisement