দেশজুড়ে

খুলনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় চার প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিমেট্রি রোড়, আহসান আহমেদ রোড, টুটপাড়া এলাকায় এক পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ রবিউল আলম।তিনি জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা, ক্ষতিকার দ্রব্য মেশানো ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নবাবী কাচ্চী অ্যান্ড কাবাবকে ৪০ হাজার টাকা, কস্তুরী হোটেলকে ২০ হাজার টাকা, আমিনা সুইটসকে ১০ হাজার টাকা ও আলী স্টোরকে ছয় হাজার টাকা সর্বমোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় জরিমানা পরিশোধ করেন।পরিদর্শনমূলক বাজার অভিযানে র‌্যাব-৬, অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদফতর ও ক্যাবের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা সহায়তা করেন।আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

Advertisement