খেলাধুলা

ফিরেছেন বিজয়, একাদশে তিন পেসার

অন্য দলগুলোর মতো বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশও। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরেছেন এনামুল হক বিজয়। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে একাদশে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘ তিন বছর পর দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। তবে ওই সিরিজে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রাখা হয় তাকে। বিজয়ের বদলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ মিঠুন।

মিঠুন অবশ্য নিজেকে প্রমাণ করতে পারেননি। বিশ্বকাপকে সামনে রেখে তাই বিজয়ের উপরই আস্থা রাখতে চাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। মাশরাফিসহ পেস আক্রমণে ৩ জন-আছেন রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমান।

এদিকে ওয়েস্ট ইন্ডিজও বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। সেইসঙ্গে জায়গা ফিরে পেয়েছেন ডোপপাপে এক বছর নিষিদ্ধ থাকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

Advertisement

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজেরি জোসেফ।

এমএমআর/জেআইএম

Advertisement