হতাশায় মোড়া টেস্ট সিরিজ শেষে নতুন করে শুরু করার স্বপ্ন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্সে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে লড়াই। পরে থাকবে টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের ক্রিকেটে শক্ত প্রতিপক্ষ হয়ে যাওয়া টাইগারদের কাছে সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবশ্য বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০১৪ সালে। সেটি সিরিজে দুই দলের সর্বশেষ সাক্ষাতও। তিন ম্যাচের সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
এরপর অবশ্য আমূল বদলে গেছে বাংলাদেশের ওয়ানডে দল। ঘরে বাইরে মিলিয়ে সর্বশেষ ১০টি দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজের মধ্যে ৬টিই জিতেছে তারা। একটি করেছে ড্র, হেরেছে মাত্র ৩টিতে।
Advertisement
এমএমআর/আরআইপি