গাইবান্ধা সদর উপজেলায় রওশন আলম (২৫) নামে এক যুবকের দু’হাতের আটটি আঙুলে ধারালো অস্ত্রের কোপ দিয়ে মারাত্মক আহত করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট-তুলশীঘাট সড়কের সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।রওশন আলম জেলার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা মোছা. রওশন আরার অভিযোগ, স্থানীয় মুখ চেনা সন্ত্রাসীরা পথরোধ করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের পর রওশনের ডান ও বাম হাতের আঙুল কেটে দেয় । রওশন জানায়, বুধবার রাত ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দর থেকে মোটরসাইকেলে করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন যুবক তাকে ধাওয়া করে। পরে ছয়ঘড়িয়া এলাকার একটি গাব গাছের নিচে তাকে আটক করে বাজাজ প্লাটিনা (১০০) সিসি মোটরসাইকেল ও পকেটে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের চিনতে পেরে টাকা ফেরত চাইলে মারপিট শুরু করে। এরপর রওশনকে আটক করে পাশের ইটখোলা নামে একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দু’হাতে আটটি আঙুলে কোপ দেয়া হয়।এতে আঙুলগুলো কেটে যায়। পরে তারা তাকে অচেতন অবস্থায় গাছুরবাজার এলাকার একটি বটগাছের পাশে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে সাদুল্যাপুর উপজেলার গাছুরবাজার এলাকার একটি বটগাছের পাশে রওশনকে রক্তাক্ত ও সজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে ধাপেরহাট পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসআইএম শাহিন জানান, রওশনের আটটি আঙুলের অবস্থায় গুরুতর। আঙুলগুলো প্রাথমিকভাবে ব্যান্ডেজ করা হয়েছে। সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, ঘটনাটি সদর থানায় ঘটেছে। পরে রওশনকে আশঙ্কাজনক অবস্থায় সাদুল্যাপুর এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অমিত দাশ/এসএস/এমআরআই
Advertisement