আন্তর্জাতিক

চীনকে সংযত হওয়ার আহবান যুক্তরাষ্ট্রের

হংকং গণতন্ত্রের দাবিতে বিক্ষোভরতদের প্রতি সংযত আচরণ করার জন্য চীনের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।এক খবরে বিবিসি জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিতিতে জন কেরি এ আহবান জানান।তবে যুক্তরাষ্ট্রের আহবান সহজভাবে গ্রহণ করেনি চীন। সংবাদ সম্মেলনে ওয়াং ই এই আহবানের জবাবে কড়া উত্তর দিয়েছেন।তিনি বলেন, হংকং-এর ঘটনাটি চীনের একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার। সব দেশেরই উচিত চীনের সার্বভৌমত্বকে সম্মান করা এবং আন্তর্জাতিক সম্পর্কের এটি হচ্ছে একটি মূলনীতি।তিনি আরও বলেন, যে সমস্ত অবৈধ কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কোনো দেশ বা কোনো সমাজই সেটিকে গ্রহণ করে না।প্রসঙ্গত, পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে গত পাঁচদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকয়ের অধিবাসীরা।বিক্ষোভকারীরা হংকং-এর চিফ এক্সিকিউটিভ চি লিউং-কে আজ বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করার জন্য সময় বেঁধে দিয়েছে।

Advertisement