বিনোদন

ক্যান্সারে আক্রান্ত সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এই দুরারোগ্য রোগ সম্পর্কে নিশ্চিত হন তিনি। এই রোগের চিকিৎসার জন্য আরও কিছু পরীক্ষা করাতে ৪ আগস্ট আবারও তিনি ভারত যাবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

এই চিকিসার জন্য অনেক অর্থের প্রয়োজন। অর্থসংকটে পড়েছেন গুনি এই মানুষটি। সুজেয় শ্যাম বলেন, ‘আর্থিকভাবে খুব সচ্ছল নই আমি। অর্থের পেছনে কখনও ছুটিনি। যে কারণে এই ব্যয়বহুল চিকিৎসা করার মতো এতো অর্থ নেই আমার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই চিকিৎসার জন্য পাশে দাঁড়ান তাহলে হয়তো তার সহায়তা আর বিধাতার কৃপায় এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবো। আমার জন্য প্রার্থনা করবেন সবাই।’

গত বছর এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত করা হয়। সুজেও শ্যাম বলেন,‘এ বছর একুশে পদকের সঙ্গে দুই লাখ টাকা পেয়েছিলাম। সেই টাকা আর আগের কিছু জমানো টাকা দিয়ে আমার চিকিৎসা চলছে।’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানের সুর সংগীত করেছিলেন তিনি। এই গানের প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

Advertisement

সুজেয় শ্যামের অন্য উল্লেখযোগ্য গানের মধ্যে আছে, রক্ত দিয়ে নাম লিখেছি, আয়রে মজুর কুলি, আহা ধন্য আমার জন্মভূমি, রক্ত চাই রক্ত চাই, মুক্তির একই পথ সংগ্রাম ইত্যাদি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে গত বছর মুক্তিযোদ্ধার সনদ পান সুজেয় শ্যাম। ইউনিলিভারের প্রযোজনায় ২০০৯ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫০টি গান এই প্রজন্মের শিল্পীদের দিয়ে নতুন সংগীতায়োজনে গাইয়েছেন সুজেয় শ্যাম, সহযোগিতা করেছেন পার্থ বড়ুয়া।

২০১৪ সালে স্বাধীনতা দিবসে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। এর সংগীতায়োজনও করেছিলেন সুজেয় শ্যাম। এমএবি/এমএস