কাবা শরিফ তাওয়াফকারীর জন্য ৬০টি রহমত নির্ধারিত। কাবা চত্ত্বরে তাওয়াফকারীরা আল্লাহর কাছে রোনাজারিতে থাকে আত্মহারা পাগলপারা।
Advertisement
তাওয়াফকারীরা যখন হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে রোকনে ইরাকি ও রোকনে শামি অতিক্রম করে রোকনে ইয়ামেনিতে পৌছে; তখন তাদের জন্য রয়েছে নির্ধারিত দোয়া। যা হাজরে আসওয়াদ পর্যন্ত পড়তে থাকবে তাওয়াফকারীরা।
তাওয়াফকারীরা রোকনে ইয়ামেনিতে উভয় হাতে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে যেতে যেতে এ দোয়াটি পড়বে; যা সহজ এবং সবার জানা। আর তাহলো-
رَبَّنَا أَتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَ فِى الْأَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
Advertisement
উচ্চারণ : ‘রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতও ওয়াক্বিনা আজাবান নার।’ (সুরা বাকারা : আয়াত ২০১)
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে নাজাত দান করুন।’
আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনকারীদেরকে সহজ এ দোয়াটি নির্ধারিত স্থানে পড়ার তাওফিক দান করুন। হজ ও ওমরা পালনকারীদের সঙ্গে সঙ্গে মুসলিম উম্মাহকেও দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের পাশাপাশি জাহান্নামের কঠিন আজাব থেকে নাজাত দান করুন। আমিন।
এমএমএস/এমএস
Advertisement