দীর্ঘ নয় মৌসুম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কাটিয়ে আসন্ন মৌসুমের জন্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার এমন সিদ্ধান্তে ফুটবল অঙ্গনে চলছে নানান আলোচনা। এই আলোচনায় যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
Advertisement
নেইমারের মতে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার সিদ্ধান্ত ইতালিয়ান ফুটবলের জন্যই মঙ্গল বয়ে আনবে। পর্তুগিজ তারকা ইতালির ফুটবলে নাম লেখানোয় নেইমার তার শৈশবের ইতালিয়ান ফুটবল দেখতে পারবেন বলে মন্তব্য করেন।
স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমার মতে ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালিয়ান ফুটবল বদলে দেবেন। ইতালির ফুটবল আবার প্রাণ ফিরে পাবে। আমি শৈশবে যেমন ইতালিয়ান ফুটবল দেখেছি রোনালদোর কারণে আবার তেমন দেখার সুযোগ পাবো।’
এসময় রোনালদোকে জুভেন্টাসে তার ভবিষ্যত ক্যারিয়ারের ব্যাপারে শুভকামনা জানিয়ে নেইমার বলেন, ‘ক্রিশ্চিয়ানো দুর্দান্ত একজন ফুটবলার। ফুটবলের কিংবদন্তী সে। আমি তার এই সিদ্ধান্তে খুশি। আমার মনে হয় তার জন্য এই সিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিল। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাই। তবে অবশ্যই পিএসজির বিপক্ষে ম্যাচের জন্য নয়।’
Advertisement
এসএএস/এমএস