খেলাধুলা

‘প্রতিপক্ষকে তো বলতে পারি না আমাকে গোল করতে দাও’

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি সমালোচতি ফুটবলারদের তালিকা করা হলে উপরের দিকেই থাকবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের নাম। তবে সেটি তার মাঠের খেলার কারণে নয়, বারবার মাঠে পড়ে যাওয়া নিয়ে।

Advertisement

নেইমারের এই পড়ে যাওয়ার প্রবণতা এতো বেশিই আলোচিত যে বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহখানেক বাদেও চলছে তা নিয়ে আলোচনা-সমালোচনা। যে কারণে নিজের এই বারবার পড়ে যাওয়া নিয়ে আবারো মুখ খুলতে হলো ব্রাজিলের এই তারকা খেলোয়াড়কে।

বিভিন্ন সংবাদ সংস্থা ও পরিসংখ্যানবিদের হিসেবে জানা গিয়েছে বিশ্বকাপে সবমিলিয়ে ১৪ মিনিট শুধু মাঠে পড়ে থেকেই নষ্ট করেছেন নেইমার। একারণেই মূলত তাকে নিয়ে হয়েছে নানান কৌতুক ও হাস্যরসাত্মক কথাবার্তা। তবে নেইমারের মতে তাকে করা ফাউলগুলো খুব বেশি গুরুতর হয় বলেই এমন করেন তিনি।

জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যম ‘ইএসপিএন এফসি’কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমাকে নিয়ে করা বিদ্রুপ-ঠাট্টা গুলো আমি ইন্টারনেটে দেখেছি। এমনকি আমি নিজেও তো একটা শেয়ার করলাম। তবে ফুটবল মাঠে আমার কাজই ড্রিবল করা। আমাকে অবশ্যই প্রতিপক্ষ ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ড্রিবল করতে হবে। আমি তো তাদের সামনে গিয়ে বলতে পারি না যে আমাকে ফাউল করো না, আমাকে গোল করতে দাও।’

Advertisement

এসময় নিজের বারবার পড়ে যাওয়ার ব্যাখ্যায় নেইমার বলেন, ‘প্রায়শই দেখা যায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের চেয়ে আমিই বেশি গতিসম্পন্ন থাকি। একইসাথে তাদের চেয়ে হালকা-পাতলাও আমি। আপনাদের কি মনে হয় আমি প্রতিবার চাই যে আমাকে ফাউল করা হোক? এটা খুবই পীড়াদায়ক। অনেক যন্ত্রণাদায়ক। প্রতি ম্যাচ শেষে ৪-৫ ঘণ্টা আমার পা বরফে ডুবিয়ে রাখতে হয়। আপনারা এসব বুঝতে পারবেন না কারণ এসবের সম্মুখীন হননি কখনো।’

এসএএস/এমএস