রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফোকলোর বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২২ নম্বর কক্ষে এ সভার আয়োজন করা হয়।এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন ফোকলোর বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক ড. রতন কুমারসহ ফোকলোর বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক ‘রবীন্দ্রনাথের গীতাঞ্জলি : নোবেলপ্রাপ্তি প্রসঙ্গ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।এসএস/এমআরআই
Advertisement